বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ সফল উৎক্ষেপণ উপলক্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ই মে ২০১৮ ইং সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে কাজলা ভবনে ফিরে আসে।


শোভাযাত্রায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন সহ বিভিনড়ব বিভাগের বিভাগীয় প্রধান এবং কো-অর্ডিনেটর, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।


বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।