বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্কলারশীপ অর্জন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের স্কলারশীপ অর্জন

গত ১৫ই এপ্রিল ২০১৮ সালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটি এন্ট্রাস এক্সামে কম্পিউটার বিজ্ঞান বিভাগে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের আব্দুল ওয়াদুদ প্রথম স্থান অর্জন করে। ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে সে “গভর্নমেন্ট অব ইন্ডিয়া সিলভার জুবলী স্কলারশীপ” এর জন্য মনোনীত হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞানে দুই বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে আব্দুল ওয়াদুদ বিশেষ সুবিধা নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন। এছাড়াও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় ব্যাচের আরও একজন কৃতি ছাত্রী নাজিয়া ফেরদৌস সাউথ এশিয়ান ইউনিভার্সিটির একই বিভাগে দুই বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামে পড়ার সুযোগ পান।