বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

রাজশাহী নগরীর সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে “একটি করে রঙিন জামা” স্লোগানকে সামনে রেখে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভা ঈদ বস্ত্র বিতরণ করে। গত ০৭ ই জুলাই ২০১৮ সকাল ১১ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম আলো বন্ধুসভার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে ঈদ বস্ত্র বিতরণ কার্যক্রমঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, প্রথম আলোর রাজশাহী প্রতিনিধি জনাব আবুল কালাম আজাদ, প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ সহ আরও অনেকে।