এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট টিমকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিনন্দন

এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ক্রিকেট টিমকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিনন্দন

“নারীর হাতে বাংলাদেশ, উন্নয়নে হাসছে বেশ” এই শ্লোগানে এশিয়া কাপ চ্যাম্পিয়ন ও আয়ারল্যান্ড ‘টি ২০’ সিরিজ জয়ী হওয়ায় বাংলাদেশ নারী ক্রিকেট টিমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী। ০৪ জুন ২০১৮ সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে কাজলা ভবনে ফিরে আসে।


শোভাযাত্রায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং কো-অর্ডিনেটর, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার ধন্যবাদ জানিয়ে শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।