বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও অভিভাবকবৃন্দের মধ্যে মতবিনিময় সভা

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও অভিভাবকবৃন্দের মধ্যে মতবিনিময় সভা

গত ৫ জুন ২০১৮ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ও তালাইমারি ভবনে পৃথকভাবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। শিক্ষাবিষয়ক এ মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গনি তালুকদার ও রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন । এছাড়া উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সম্মানিত কো-অর্ডিনেটর ও শিক্ষকবৃন্দ।
উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান বলেন, মানসম্মত শিক্ষার বিস্তার এবং দক্ষ জনগোষ্ঠী তৈরির লক্ষ্যেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একদিন বিশ্বব্যাপী আলো ছড়াবে, নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।