গত ১৯ জুলাই ২০১৮ রোজ বৃহস্পতিবার ১১ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে কানাডাতে দক্ষিণ এশিয়ার অভিবাসন, স্বাস্থ্য ও জেন্ডার বিষায়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. সানজিদা জোহরা হাবিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান খান।
এছাড়া উপস্থিত ছিলেন আমেরিকার বল স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. রহমত উল্লাহ ইমন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. তানজিমা জোহরা হাবিব, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মতিউর রহমান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, সেমিনারটির সমন্বয়ক ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান, অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার। সেমিনারে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সেমিনারে ড. সানজিদা হাবিব কানাডাতে অভিবাসনের বিভিন্ন ইতিবাচক দিক ও চ্যালেঞ্জ তুলে ধরেন।