গত ২৪ জুলা্ই ২০১৮ রোজ মঙ্গলবার রেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও মেধাবী সংবর্ধনা এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগীয় প্রধান ড. মো. হাবিবুল্লাহ্ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার প্রফেসর ড. এম সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শহীদুর রহমান। বিভাগীয় শিক্ষক জনাব রাশিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মননশীলতা বিকাশে এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলার জন্য কুইজসহ অন্যান্য সহকার্যμম আয়োজনের তাগিদ দেন। এবং এ বিভাগটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে পুরস্কৃত হন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফিরোজ আহমেদ, আব্দুল্লাহ্ হাসান এবং মৃদুল আহমেদ। মেধাবী হিসাবে পুরস্কৃত হন মো. আশরাফুল ইসলাম, মালিহা জাহান এবং মো. রাজন মিয়া।