বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষনায় পরিসংখ্যানের ব্যবহার ও অপব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গবেষনায় পরিসংখ্যানের ব্যবহার ও অপব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

গত ৮ ই অাগষ্ট ২০১৮ ইং রোজ বুধবার বেলা ১১ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে গবেষনায় পরিসংখ্যানের ব্যবহার ও অপব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকার বল স্টেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এ এইচ. এম. রহমতউল্লাহ ইমন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম সাইদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার।

এছাড়া উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. শহিদুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মতিউর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের কোঅর্ডিনেটর প্রফেসর ড. মো. সিদ্দিকুর রহমান এবং সাংবাদিকতা বিভাগের কো-অর্ডিনেটর মো. মশিউর রহমান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে প্রফেসর ড. এ এইচ. এম. রহমতউল্লাহ ইমন গবেষনার বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যানের ব্যবহার ও অপব্যবহার বিষয়ে আলোকপাত করেন।