রাজশাহী অঞ্চলের কলেজসমূহের অধ্যক্ষবৃন্দের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা

রাজশাহী অঞ্চলের কলেজসমূহের অধ্যক্ষবৃন্দের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতবিনিময় সভা

আজ সকাল ১১:৩০ মিনিটে রাজশাহী শহরের পদ্মা তীরবর্তী সিমান্ত সম্মেলন কেন্দ্রে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রাজশাহী অঞ্চলের কলেজসমূহের অধ্যক্ষবৃন্দের সাথে “বেসরকারী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সমস্যা ও সম্ভবনা” শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় । বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. আব্দুস সোবহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষকবৃন্দ ও রাজশাহী শহরের বিভিন্ন পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ।


সভার শুরুতেই প্রধান বক্তা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার বিভিন্ন দিক, সীমাবদ্ধতা এবং সম্ভবনা নিয়ে আলোকপাত করেন। তার বক্তব্যের ধারাবাহিকতায় রাজশাহী অঞ্চলের কলেজসমূহের অধ্যক্ষগণ এ আলোচনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এরপর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান তার বক্তব্যে বলেন, মানসম্মত শিক্ষার বিস্তার এবং দক্ষ জনগোষ্ঠী তৈরির লক্ষ্যেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। একজন আদর্শ শিক্ষকই পারেন সমাজ গঠনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একদিন বিশ্বব্যাপী আলো ছড়াবে, নেতৃত্ব দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। শেষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
মধ্যহ্নভোজের মাধ্যমে এ মতবিনিময় সভা শেষ হয়।