গত ১৭ সেপ্টেম্বর ২০১৮ এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ৩৩(১) ধারা অনুযায়ী বরেন্দ বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার পদে প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম-কে ০৪(চার) বছরের জন্য নিয়োগ প্রদানে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন।
প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান। ২২ ফেব্রুয়ারি ২০১৪ তে তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। উল্লেখ্য যে, তিনি অর্থনীতি বিষয়ে কানাডার ওয়াটার লু বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং আলবার্টা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি. ডিগ্রি অর্জন করেন।