গত ২৪ অক্টোবর ২০১৮ রোজ বুধবার বিকাল ৫ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. রশিদুল হক মহোদয়ের সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দের পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নবনিযুক্ত উপ-উপাচার্যকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার এবং ট্রেজারার প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, এবং শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য যে, জনাব, প্রফেসর ড. রশিদুল হক গত ১৬ অক্টোবর ২০১৮ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক । রাশিয়ার সেন্ট পিটাসবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচ. ডি. ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরয় বিশ্ববিদ্যালয়ের রিসার্চ প্রফেসর ছিলেন।