বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার ছাত্র-ছাত্রীদের জন্য নিজস্ব পরিবহন সুবিধার সূচনা হিসেবে দুটো বাস চালু করেছে। গত ৬ নভেম্বর ২০১৮ বিকাল ৪ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন প্রাঙ্গনে এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পরিবহন সুবিধার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের সভাপতি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদারের হাতে বাসের চাবির রেপ্লিকা হস্তান্তর ও ফিতা কাটার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান। সে সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. রাশিদুল হক ও ট্রেজারার প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান বলেন, ‘উত্তরাঞ্চলের ছেলেমেয়েরা অন্যান্য অঞ্চলের চেয়ে পিছিয়ে। তাই এ অঞ্চলের ছেলেমেয়েদের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন, তা করতে হবে। সেই বিষয়টিকে মাথায় রেখেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি। নিজস্ব পরিবহন ব্যবস্থা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।’
অনুষ্ঠান শেষে, সুসজ্জিত বাস দুটো কাজলা ভবন থেকে ট্রাস্ট-এর চেয়ারম্যান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা, উপাচার্য, উপ-উপাচার্য, নির্বাহী পরিচালক সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে রাজশাহী শহর প্রদক্ষিণ করে কাজলায় ফিরে আসে।