বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ প্রতি বছরের মত এ বছরও ১৮ নভেম্বর “অযথা অ্যান্টিবায়োটিক সেবন ক্ষতির কারণ ও বিনা প্রেসক্রিপশনে তা কিনতে বারণ” এই স্লোগানে “বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ-২০১৮” পালন করে। এ উপলক্ষে আজ সকাল ১০.০০ টায় ফার্মেসী ভবন হতে একটি র্যালি শুরু হয়। এ র্যালিতে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর. ড. এম. সাইদুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর. ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য ও ফার্মেসী বিভাগের মলিকিউলার বায়োলজির প্রফেসর. ড. রশিদুল হক এবং ফার্মেসী বিভাগের কো অর্ডিনেটর ড. মো. একরামুল ইসলাম, ফার্মেসী বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। র্যালিটি শহরের তালাইমারী মোড় ঘুরে বরেন্দ্র বিশ্বাবদ্যালয়ের কাজলা ভবনে গিয়ে শেষ হয়। অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধিই ছিল র্যালিটির মূখ্য উদ্দেশ্য।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা অনুযায়ী প্রতিবছর এশিয়া মহাদেশে প্রায় ৫ লক্ষ মানুষ মারা যায় এই অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহারের ফলে সৃষ্ট অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্রান্স এর কারণে। অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করা না হলে অদূর ভবিষ্যতে ভয়াবহ আকারে ফিরে আসতে পারে যক্ষ্মা, টাইফয়েড এবং নিউমেনিয়ার মত মারাত্মক সব ব্যাধি। অতএব, ডাক্তারের সঠিক রোগ নির্ণয়ের পর অ্যান্টিবায়োটিকের প্রেসক্রিপশন, রোগীদের সেটা যথাযথভাবে সেবন, মাত্রাতিরিক্ত ব্যবহার না করা এবং সাধারণ সর্দি কাশিতে সেটা ব্যবহার না করা নিশ্চিত করতে হবে।