গত ১৫ অক্টোবর ১০:৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনদিনব্যাপি বার্ষিক সাংস্কৃতিক ও ইনডোর গেম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির উদ্বোধন ঘোষনা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক হাই কমিশনার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান।
দিনব্যাপি সাংস্কৃতিক কর্মকান্ডের পর বিকেল ৪:৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়। বিভিনড়ব বিভাগে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. আব্দুস সোবহান। সে সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর মো. শহিদুর রহমান। উপস্থিত ছিলেন বরেন্দ্র বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিনড়ব বিভাগের বিভাগীয় প্রধান এবং কো-অর্ডিনেটর, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।