বরেন্দ্র বিশ্ববিদ্যলয়ের ' ইয়ূথ সার্কেল' এর উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপি চলচিত্র উৎসব শেষ হয়েছে। সোমবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বরেন্দ্র বিশ্ববিদ্যলয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান এবং বরেন্দ্র বিশ্ববিদ্যলয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম সাইদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. রাশিদুল হক।
প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জঙ্গীবাদ ও ধর্মীয় উগ্রবাদ দূর করতে হলে তরুণদের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন। শিক্ষার্থীদের মাঝে শান্তি ও সহনশীলতা পরিবেশ তৈরি করতে হবে। এক্ষেত্রে চলচিত্র একটি অন্যতম মাধ্যম। এই মাধ্যম ব্যবহার করে তরুণদের সচেতন হওয়ার আহবান জানান তিনি।