শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে গত ১৪ই ডিসেম্বর সকাল ৮ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয় প্রভাত ফেরি বের করে। এটি বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবন থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকে পুষ্পাঞ্জলী অর্পণের মধ্যে দিয়ে শেষ হয়। পুষ্পাঞ্জলী অর্পণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. রাশিদুল হক, ট্রেজারার প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম ও রেজিস্ট্রার ড. মো মহিউদ্দীন।
এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদ্যাপন কমিটির অহবায়ক, ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মো. আকরাম হোসেন, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর ড. মতিউর রহমান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। পুষ্পাঞ্জলী অর্পণ শেষে সকলেই এক মিনিট নিরাবতা পালনের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তানদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের হত্যা করে।