বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ এর প্রথম ব্যাচের গ্র্যাজুয়েট সোনালী সংবাদ-এর স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিলেন
অনার্সেও ফল প্রকাশের দিনেই চাকরি পেলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী কেয়া আকতার।তিনি রাজাশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদে স্টাফ রিপোর্টার হিসেবে যোগদান করেছেন ২৬ ডিসেম্বর। এর আগে তিনি একই পত্রিকায় চার মাস মেয়াদী ইন্টার্নশিপ শেষ করেন।
কেয়া আকতার বলেন,‘বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে হাতে-কলমে পাঠদান করা হতো। বিভাগের অর্জিতজ্ঞান ও দক্ষতা ইন্টার্নশিপে ঠিকমতো কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করেছি। এরই ধারাবাহিকতায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজেরও সুযোগ পেয়েছি।’
২০১৫ সালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে যাত্রা করা এই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীরা গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে চলতি বছরই।
সাংবাদিকতা, যোগাযোগ ও গণমাধ্যমের বিভিন্ন বিষয়ের বাস্তবমুখী ও হাতেকলমে পাঠদানের সঙ্গে সঙ্গে এই বিভাগের পক্ষ থেকে দেশের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে ইন্টার্নশিপেরও ব্যবস্থা করা হয়।