বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গরীব ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গরীব ও দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঘন কুয়াশার আর কনকনে শীতে বিপর্যস্ত রাজশাহী নগরীর সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে গত ২০ জানুয়ারী ২০১৯ইং রোজ রবিবার সকাল ১০:৩০ মিনিটে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার কাজলা ভবনের সামনে দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে। শীতবস্ত্র বিতরণ করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. রাশিদুল হক। উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
প্রথমত রাজশাহীর সুবিধা বঞ্চিত ৩৮০ জনের একটি তালিকা তৈরি করা হয়। তালিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্লিপ সরবরাহ করে। সুবিধা বঞ্চিত মানুষ সেই স্লিপ নিয়ে এসে তাদের শীতবস্ত্র সংগ্রহ করেন।