বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রথম ব্যাচের গ্রাজুয়েট শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির কাজলা ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ আয়োজনে নিজেদের অডিও-ভিজ্যুয়াল বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন বিভাগটির শিক্ষার্থীরা। 
দেশ ও জাতির কল্যাণের ব্রত নিয়ে ২০১৫ সালে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে প্রথম ব্যাচে শিক্ষার্থীরা ভর্তি হয়। অত্যাধুনিক ল্যাব ও ক্লাসে জ্ঞানচর্চার পাশাপাশি হাতে-কলমে কাজের মাধ্যমে অর্জিত দক্ষতা কর্মক্ষেত্রে প্রয়োগের প্রত্যয় ব্যক্ত করেন বিদায়ী শিক্ষার্থীরা।


বিভাগের সভাপতি মো. মশিহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান হাফিজুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপার্চায প্রফেসর ড. এম. ওসমান গণি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. রাশিদুল হক, কোষাধ্যক্ষ প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান ও কো-অর্ডিনেটরবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মর্কতা, কর্মচারী এবং শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক জোবায়দা শিরিন জ্যোতির সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিভাগের প্রভাষক সালমা জান্নাত ঊর্মি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের নির্মিত শর্টফিল্ম, প্রামাণ্য প্রতিবেদন, বিজ্ঞাপনসহ কিছু নমুনা কাজ উপস্থাপিত হয়। 


উল্লেখ্য প্রথম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীরা ইতোমধ্যে রাজশাহীর স্বনামধন্য সংবাদপত্র প্রতিষ্ঠান- দৈনিক সোনার দেশ, দৈনিক সোনালী সংবাদ ও দৈনিক সানশাইন এ ইন্টার্নশীপ সম্পন্ন করেছে। এছাড়া গত দুই বছরে বিভাগের ৫টি ব্যাচের শিক্ষার্থী বাংলাদেশের স¦নামধন্য বেশ কিছু দৈনিক সংবাদপত্র হাউজ, টেলিভিশন চ্যানেল ও বেতারকেন্দ্র পরিদর্শন করে।