বরেন্দ্র বিশ্ববিদ্যালয় গত ২৭ জানুয়ারি রবিবার দিনব্যাপী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে ২০১৮-২০১৯ নবাগত ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে এক নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে । নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর মাননীয় চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্ট-এর সম্মানিত সদস্য মোহাম্মদ আলী দীন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার ও উপ-উপাচার্য প্রফেসর মো. রাশিদুল হক। সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. আব্দুস সোবহান । উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
আলোচনা পর্ব শেষে অনেক গুণী শিল্পীর অংশগ্রহণে শুরু হয় একটি মনোজ্ঞ ও চিত্তগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রফেসর মো. রাশিদুল হক -এর গান পরিবেশন ভিন্ন এক মাত্র যোগ করে।