গত ১৩ ফেব্রুয়ারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯ এর ফাইনাল ম্যাচ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান। ৭ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের “সাবাস বাংলাদেশ” মাঠে আয়োজিত এই টুর্নামেন্টে বিভিন্ন সেমিস্টারের ছাত্রদের মোট ৯ টি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের পর বিজয়ী দল হতে চারটি দল সেমিফাইনাল খেলার সুযোগ পায়। সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে Fifteen Buzz(৬ষ্ঠ সেমিস্টার) এবং Eleven Star (১১তম সেমিস্টার) দল দুটি ফাইনালে ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। এই ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্টার ডঃ মোঃ মহিউদ্দিন। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ মোঃআল-মামুন , কো- অডিনেটোর প্রফেসর ডঃ খাদেমুল ইসলাম মোল্লা এছাড়াও উপস্তিত ছিলেন বিভাগের শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষার্থীরা। ফাইনাল ম্যাচে টসে জিতে Eleven Star এরক্যাপ্টেন প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। Fifteen Buzz ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে সর্বমোট ১০৪ রান সংগ্রহ করতে সমর্থ হয়। পরে ১০৫ রানের টার্গেট নিয়ে Eleven Star ৫ উইকেটেই জয়ের লক্ষে পৌঁছে যায়। Eleven Star এরশিক্ষার্থী হিমেল ম্যান অব দ্যা সিরিজ এবং রায়হান ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্টার ডঃ মোঃমহিউদ্দিন বিজয়ী দল ও রানার্স-আপ দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মাননীয় রেজিস্টার ডঃ মোঃমহিউদ্দিন বলেন , খেলাধুলা মেধা বিকাশের একটি অন্যতম মাধ্যম, পড়াশুনার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এই জন্য ছাত্র- ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা বাড়ানোর আহবান জানান তিনি। ফাইনাল ম্যাচ শুরুর আগে সিএসই বিভাগের শিক্ষকদের মধ্যে এক প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
উল্লেখ্য পুরো ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের দায়িত্বে ছিলেন বিভাগের শিক্ষক মোঃ মেরাজ আলী, নাকিব আমান তুর্য, নাহিদ হাসান, দেলোয়ার হোসেন। ভবিষ্যতেও এমন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হবে এই আশাবাদ ব্যাক্ত করে ২০১৯ সালের আন্তঃ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শেষ হয়।