ইইই বিভাগের মতবিনিময় সভা

ইইই বিভাগের মতবিনিময় সভা

গত ০৫ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা, প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান ও মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম. ওসমান গনি তালুকদার এবং অত্র বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় ইইই বিভাগের সার্বিক উন্নয়নকল্পে নানাবিষয়ে আলোচনা করা হয়। আলোচিত বিষয়সমূহের মধ্যে ছিল কোর্স কারিকুলাম আপগ্রেডেশন, কোর্স কারিকুলামে ইন্ড্রাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ও প্রেজেন্টেশন অন্তর্ভুক্তিকরণ। এছাড়াও,২০১৯ সালকে গবেষণা বছর হিসেবে ঘোষণা করার পরিপ্রেক্ষিতে বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে গবেষণাকার্যে আত্মনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়াও উক্ত সভায় বিভাগের প্রাক্তন কো-অরডিনেটর মুহাম্মদ সাজ্জাদুর রহিম কে বিদায় এবং নবনিযুক্ত বিভাগীয় প্রধান, প্রফেসর ড. মো. নজরুল ইসলাম মণ্ডল কে স্বাগত জানানো হয়।