ফুল ফুটেছে, পাখি গাইছে, ঋতুরাজ বসন্তকে বরণে প্রকৃতি সেজেছে অপরূপ রূপময়। আর সেই সাথে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভগেও লাগে বসন্তের রঙ। 'ফার্মা বি' ক্লাব কতৃক আয়োজিত 'বসন্ত বরণ ও পিঠা উৎসব-১৪২৫' এ ফাল্গুনের প্রথম সকালে ছাত্র ও শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে বর্ণিল র্যালী এর মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। তারপরই বিভিন্ন ব্যাচের উদ্যোগে পিঠা উৎসব শুরু হয় ক্যাম্পাসে এতে বিভিন্ন স্টলে বাহারী পিঠা আর মুখরোচক খাবার এর দেখা মেলে। এই পিঠা উৎসব পরিদর্শন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রাশিদুল হক, ফার্মেসি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. একরামুল ইসলাম সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকামন্ডলী এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ফার্মেসি বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ অংশগ্রহণ করে। বসন্তের বিভিন্ন গান, কবিতা, গল্প ও নাচের মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে 'বসন্ত বরণ ও পিঠা উৎসব -১৪২৫' অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।