বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৭ম বছর পূর্তি উদযাপন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৭ম বছর পূর্তি উদযাপন

গত ১৪ মার্চ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ৮ম বছরে পা রাখল। ২০১২ সালের এই দিনে প্রতিষ্ঠিত হয় সরকার ও ইউজিসি অনুমোদিত রাজশাহীর প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় তার কাজলা ভবন থেকে ৭টি পিকআপ ভ্যান ও দুটি বাসযোগে আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি রাজশাহী শহর প্রদক্ষিণ করে পুনরায় কাজলায় ফিরে আসে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করে।

৭ম বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য প্রফেসর ড. রাশিদুল হক, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন এবং ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শহিদুর রহমানসহ বিভিন্ন বিভাগের কো-অর্ডিনেটর, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । প্রফেসর ড. রাশিদুল হক কেক কেটে বিশ্ববিদ্যালয়ের ৮ম বছরের পদার্পণকে স্বাগত জানান এবং সকলকে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা প্রদান করেন।