ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটের পরে এবার রাজশাহীতে চালু হয়েছে ‘আমেরিকান কর্নার’। ২৭ মার্চ ২০১৯ রোজ বুধবার দুপুরে উত্তরাঞ্চলের প্রথম অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘আমেরিকান কর্নার রাজশাহী’র এর উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আমেরিকান কর্ণার রয়েছে। শিক্ষানগরী এবং ঐতিহ্যবাহী রাজশাহীতেও এটি চালু করা হলো। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য খুব সহজে পাবে। শিক্ষা এবং ক্যারিয়ারের জন্য এ কর্ণার শিক্ষার্থীদের জন্য বেশ কার্যকর হবে। তবে সব শ্রেণি-পেশার মানুষেরই কাজে লাগবে এটি। কীভাবে যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য যাওয়া যেতে পারে, তা জানা যাবে এখান থেকে। এটি একটি তথ্যকেন্দ্র। যুক্তরাষ্ট্রে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধরনের বই, ম্যাগাজিন ও খবরের কাগজে পরিপূর্ণ এই কর্নারের উদ্বোধনের আগে রাষ্ট্রদূত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা প্রদান ও স্বাগত বক্তব্য প্রদান করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. সাইদুর রহমান খান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এবং যুক্তরাষ্ট্রে ইমোরী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ও গবেষক প্রফেসর ড. রাশেদুল হক অতিথিদের ধন্যবাদ জ্ঞাপণ করেন। তিনি রাষ্ট্রদূত জনাব আর্ল রবার্ট মিলারকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করেন। রাষ্ট্রদূত জনাব আর্ল রবার্ট মিলার ও তার স্ত্রী মিখেল অ্যাডেলম্যানকে বাংলার ঐতিহ্যবাহী নকশিকাঁথা ও রাজশাহী সিল্ক শাড়ি উপহার দেওয়া হয়।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নূর-ই-সায়ারার সঞ্চালনায় এবং শিক্ষক কানিজ হাবিবা রূপা, শেখ সেমন্তি, জোবায়দা শিরিণ জ্যোতি ও সিমিন শবনম লোপার সহযোগিতায় এ উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত সদস্য কামরুন রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, অডিট বিভাগের পরিচালক মো. সিদ্দিকুর রহমান খান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পারমিতা জামান, প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্টের সহকারী পরিচালক মো. সিরাজুর রহমান, আমেরিকান কর্নার রাজশাহীর কো-অর্ডিনেটর আইরিন সুলতানাসহ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কো-অর্ডিনেটর । উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা।