গত ২৭ মার্চ বুধবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল “ইন্টারন্যাশনাল সিম্পজিয়াম অন ইনটেলিজেন্ট ইনফর্মেশন প্রসেসিং” শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন। উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ সম্মেলন পূর্ণতা পায়। সম্মেলনে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোঅর্ডিনেটর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ খাদেমুল ইসলাম মোল্লা। সম্মেলনের মূলবক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জাপানের আইজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ জুংপিল শিন এবং একই বিশ্ববিদ্যালয়ের পোস্টডক ফেলো ডঃ মোঃ রাশেদুল ইসলাম। বিভিন্ন টেকনিক্যাল সেশনে বক্তারা ইনটেলিজেন্ট ইনফর্মেশনের প্রয়োজনীয়তা ও উপযোগিতা সম্পর্কে বিশদ আলোচনা করেন। উক্ত সম্মেলনে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়য়ের প্রভাষক সানিয়া জাহান এবং বিপুল মোহন্ত দুইটি গবেষণাপত্র পাঠ করেন। এছাড়াও একই বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ছাত্রী সামিরা তারেক তার গবেষণার বিষয়বস্তু সম্বন্ধে বক্তব্য প্রদান করেন।ভিডিও কনফারেঞ্চের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণও এ সম্মেলনে যুক্ত হন। সভাপতি অধ্যাপক ডঃ মোঃ খাদেমুল ইসলাম মোল্লা দেশের সার্বিক উন্নয়নে গবেষণার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন এবং ভবিষ্যতে এরূপ কর্মসূচীর আরও নিয়মিত আয়োজনের আশা ব্যক্ত করেন।