জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ অ্যাকাডেমিক ফিল্ডট্রিপ প্রেজেন্টেশন ইনফোস্মিথস্ল্যাবের গ্রুপ গঠন

জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ অ্যাকাডেমিক ফিল্ডট্রিপ প্রেজেন্টেশন ইনফোস্মিথস্ল্যাবের গ্রুপ গঠন

৩১ মার্চ ২০১৯
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের পাঁচটি ব্যাচের অ্যাকাডেমিক ফিল্ডট্রিপ প্রেজেন্টেশন ও ইনফোস্মিথস্ল্যাবের বিভিন্ন গ্রুপগঠন ও ঘোষণা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনে গত বুধবার এ আয়োজন করা হয়।
বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানের প্রথম পর্বে ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম ব্যাচের শিক্ষার্থীরা তাদের অ্যাকাডেমিক ফিল্ডট্রিপ প্রেজেন্টেশন পেশ করে। বিভাগের ইনফোস্মিথস্ল্যাবের বিভিন্ন গ্রুপ ও তালিকাভুক্ত শিক্ষার্থীদের নাম দ্বিতীয় পর্বে ঘোষণা করা হয়।
তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও বাস্তব সম্মত জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বিভাগের প্রতিটি ব্যাচ বিভিন্ন মিডিয়া হাউজে ফিল্ডট্রিপে অংশগ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের নভেম্বরে ১ম ও ৪র্থ ব্যাচ ঢাকার পাঁচটি গণমাধ্যম প্রতিষ্ঠানে ভ্রমণ করে। এরমধ্যে রয়েছে যমুনা টেলিভিশন, দৈনিক যুগান্তর, বাংলানিউজ টোয়েন্টি ফোর, দি ডেইলি স্টার এবং রেডিওক্যাপিটাল। বিভাগের ২য়, ৩য় ও ৫ম ব্যাচ ২০১৮ সালের নভেম্বর মাসে চ্যানেল আই, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনএবং দৈনিক সমকাল এ তিনটি প্রতিষ্ঠান ভ্রমণ করে।ফিল্ডট্রিপে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এসময় তাদের অভিজ্ঞতা, অর্জিত জ্ঞান এবং শিক্ষণীয় বিষয়াদি বিভিন্ন সেমেস্টারের শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে উপস্থাপন করে।দ্বিতীয়পর্বে বিভাগের অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ইনফোস্মিথস্ল্যাবের নয়টি গ্রুপ ও প্রতিটি গ্রুপের সদস্যদের নাম ঘোষণা করা হয়। এসব গ্রুপের সদস্য শিক্ষার্থী বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আয়োজনও সৃজনশীল চর্চায় নিজস্ব আগ্রহের ভিত্তিতে যোগদানের মাধ্যমে এ সদস্যপদ লাভ করে।
প্রভাষক জোবায়দা শিরিন জ্যোতির সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের কো-অর্ডিনেটর মো. মশিহুর রহমান সহ উপস্থিত ছিলেন প্রভাষক সালমা জান্নাত ঊর্মি ও মঈনুল ইসলাম। এছাড়া বিভিন্ন সেমেস্টারের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আয়োজনে অংশগ্রহণ করে।