বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বার্ষিক বনভোজন

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বার্ষিক বনভোজন

যোগ্য মানব সম্পদ গঠনের কারখানা হলো বিশ্ববিদ্যালয়। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ সবসময়ই শিক্ষার্থীদের মননশীলতা সৃষ্টি এবং বিনোদনের জন্য বিভিন্ন আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় গত ০৯-মার্চ-২০১৯ তারিখ সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: আল মামুন সহ শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষর্থীদের যৌথ সমাগমে এক গাড়ি বহর নিয়ে বার্ষিক বনভোজনের জন্য রওনা হয় বাংলাদেশের এক ঐতিহাসিক স্থান মেহেরপুর জেলার মুজিবনগরের পথে। প্রায় ৪৫০ জন শিক্ষক-শিক্ষার্থীর, কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহনে মুজিবনগরের এই বনভোজনটি উপভোগ করা হয়। দিন ব্যাপি বনভোজনে আয়োজন করা হয় বিভিন্ন গেইমস সহ আরো অনেক বিনোদনের। মুজিবনগরের বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন শেষে স্বন্ধায় ফিরে আসা হয় রাজশাহীতে।