জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভিডিও সম্পাদনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে ভিডিও সম্পাদনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ইনফোস্মিথ ল্যাবের ভিড-স্মিথ গ্রুপের কার্যক্রমের অংশ হিসেবে ’বেসিকস অব ভিডিও এডিটিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১১ এপ্রিল, ২০১৯ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনের ১০৭ নম্বর কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী তামিম মুনতাসির। কর্মশালায় ভিডিও সম্পাদনা সফটওয়্যার এবং বিভিন্ন টুল্সের পরিচিতি ও ব্যবহার বিষয়ে ধারনা দেয়া হয়। এ সময় বিভাগের কো-অর্ডিনেটর মো. মশিহুর রহমানসহ প্রভাষক সালমা জান্নাত ঊর্মি, জোবায়দা শিরিন জ্যোতি ও মঈনুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মশালায় ল্যাবের ভিড-স্মিথ গ্রুপের সদস্যরা অংশগ্রহন করে। তত্ত্বীয় শিক্ষার পাশাপাশি ব্যবহারিক ও বাস্তবসম্মত জ্ঞান অর্জনের লক্ষ্যে বিভাগের ইনফোস্মিথ ল্যাবের বিভিন্ন কর্মকান্ডের অংশ হিসেবে এ কর্মশালা আয়োজন করা হয়।