“BUP Techsurgence 2019” এই বছরের ইভেন্টটি ৬ই এবং ৭ই এপ্রিল ২০১৯-এ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল (বিইউপি) ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের বর্তমান ছাত্রদের একটি দক্ষ টিম Line Follower Robot (LFR) চ্যালেঞ্জ ইভেন্টের জন্য নিবন্ধিত হয়ে দেশবরেণ্য ২৩ টি বিশ্ববিদ্যালয় যেমন BUET, SUST, DU, BUBT, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, DIU, BUP, NSU সহ স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী টিমের মাঝে প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থান দখলের পাশাপাশি দ্বিতীয় রাউন্ডের জন্য নির্বাচিত হয়। দ্বিতীয় রাউন্ডে তুমুল প্রতিযোগিতার মধ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ শীর্ষ ১০ টি দলের মধ্যে চতুর্থ স্থান দখলের গৌরব অর্জন করে। ’’BUP Techsurgence 2019’’ ইভেন্টে অর্জিত জ্ঞানের মাধ্যমে সিএসই বিভাগ ভবিৎষতে আরও দক্ষতার সাথে সমসাময়িক বিভিন্ন প্রতিযোগীতায় আর বেশি সাফল্য আনার ব্যাপারে দৃড় প্রত্যয়ী।