বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম ব্যাচের জমকালো বিদায় অনুষ্ঠান।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম ব্যাচের জমকালো বিদায় অনুষ্ঠান।

গত ১১ এপ্রিল রোজ-বৃহঃস্পতিবার কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম ব্যাচের বিদায় উপলক্ষে মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয়। তালাইমারীস্থ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যানেক্স বিল্ডিং এর আম্রকাননে আয়োজিত উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা সাবেক হাইকমিশনার (যুক্তরাজ্য) প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি.এস.ই বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আল মামুন। উক্ত আয়োজনে ৯ম ব্যাচের সকল শিক্ষার্থীদের সন্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। সম্মানিত অতিথিবৃন্দ বিদায়ী সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের সমৃদ্ধ আগামীর জন্য বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। অ্যানেক্স বিল্ডিং-এর আম্রকানন বেষ্টিত সবুজ চত্বরে, বসন্তের শেষ প্রান্তে আয়োজিত এই প্রোগ্রামটি একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার জনাব ড. মো. মহিউদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন সি.এস.ই বিভাগের সন্মানীত সকল শিক্ষক, শিক্ষিকা, কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের প্রান শিক্ষার্থীবৃন্দ।