“সেভ আওয়ার স্পেসিস” স্লোগানকে সামনে রেখে গতকাল সকাল ১১ টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তালাইমারী ভবনে অবস্থিত আমেরিকান কর্নার রাজশাহী বিশ্ব ধরিত্রী দিবস-২০১৯ উদযাপন করে। গাছের চারা রোপণ ও মুক্ত আলোচনার মধ্যে দিয়ে এ আয়োজন অনুষ্টিত হয়। সে সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. রাশেদুল হক, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. একরামুল ইসলামসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।