গত ০৯ এপ্রিল ২০১৯ ইং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে অনুষ্ঠিত হল- জাপানের আইটি সেক্টরে JOB OPPORTUNITY বিষয়ক WORKSHOP. উক্ত Workshop-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ আল মামুন। আরও উপস্থিত ছিলেন জাপানের জনপ্রিয় Job Site – Jikopy.net এর Sales & Marketing Manager Mr. Takumi Asai, A2i (Access to Informaion Bangladesh) এর প্রতিনিধি মোঃ রেজাউল করিম, ইঞ্জিনিয়ার মোঃ আবু সালেহ (প্রাক্তন ছাত্র CSE Dept, RUET) সহ সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র-ছাত্রীবৃন্দ। উক্ত আয়োজনে জাপানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই গ্রাজুয়েটদের জন্য চাকুরির সম্ভবনা ও করনীয় সম্পর্কে আলোচনা করেন Mr. Takumi Asai, এসময় A2i এর প্রতিনিধি মোঃ রেজাউল করিম (ভাইস-চেয়ারম্যান,জিনিয়াস জাপান কোম্পানি লিঃ) এবং ইঞ্জিনিয়ার মোঃ আবু সালেহ তার জাপানে IT সেক্টরে দীর্ঘ ১০ বছরের কর্মের অভিজ্ঞতা তুলে ধরে জাপানের কর্ম বিষয়ক সম্ভবনা সম্পর্কে আলোকপাত করেন এবং অদূর ভবিষ্যৎ-এ জাপানে IT সেক্টরে কর্ম নিযুক্তির জন্য বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে একটি ‘’MoU’’ (Memorandum of Understanding) সম্পাদনের সম্ভাবনা আলোচনা করেন। Workshop এর মাধ্যমে সিএসই বিভাগের সকল ছাত্র-ছাত্রী Japan-এর চাকুরীর বিষয়ে তাদের সম্ভাবনা জানতে পারেন এবং করনীয় সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করেন।