বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে গত ২৩/০৩/২০১৯ তারিখে ঐতিহাসিক মুজিব নগরে এক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। উক্ত শিক্ষা সফরে বিভাগীয় প্রধান ড. মোঃ হাবিবুল্লাহ্সহ বিভাগীয় শিক্ষক জনাব মোঃ রাশিদুজ্জামান এবং মনিরা আকতার অংশগ্রহণ করেন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত এ শিক্ষা সফরে বাংলাদেশের জন্মের শুভক্ষণের স্মৃতিবিজড়িত এ স্থান পরিদর্শনে শিক্ষার্থীরা ছিল দারুন রোমাঞ্চিত। পরাধীনতার শৃঙ্খলমুক্ত হওয়ার জন্য যে লড়াই-সংগ্রাম এবং স্বাধীনতার বিভিন্ন পর্যায়ের স্বরণে যে স্থাপত্য নিদর্শন মুজিব নগরে প্রতিষ্ঠা করা হয়েছে এবং সর্বোপরি বাংলাদেশের চমৎকার একটি মানচিত্র দর্শনে শিক্ষার্থীরা মুগ্ধ। মুগ্ধতার আবেশ নিয়েই অবশেষে বাড়ি ফেরা হয়েছে কিন্তু স্মৃতিতে রয়ে গেছে অসাধারণ এক শিক্ষণীয় অভিজ্ঞতা যা শিক্ষার্থীদের আগামী দিনের পাথেয় হয়ে থাকবে।