অনলাইন গণমাধ্যমের প্রসারে সাংবাদিকতার নৈতিকতা বিভিন্নমুখী চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। গত ০৯ ই মে রোজ বৃহস্পতিবার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ ও আমেরিকান কর্নার, রাজশাহী-এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে এ কথা বলা হয়।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে মিডিয়ার নীতি-নৈতিকতা ও স্বাধীনতা: অনলাইন যুগের বাস্তবতা শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক ছালমা জান্নাত। এতে বলা হয়, বাংলাদেশের সাংবাদিকতায় নৈতিকতা সব সময়ের জন্য বড় চ্যালেঞ্জ। অনলাইনে অনৈতিক আচরণ, হিংসা, গুজব ও মিথ্যা তথ্য প্রচারসংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য ক্ষতিকর হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণে তথ্যপ্রযুক্তি সম্পর্কিত আইন প্রণয়ন করা হচ্ছে, যা প্রকারান্তরে স্বাধীন সাংবাদিকতার পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে।
বিভাগের কো-অর্ডিনেটর মো.মশিহুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই সেমিনারে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টাড.এম. সাইদুর রহমান খান, উপ-উপাচার্য ড. রাশিদুল হক, দৈনিক জনকন্ঠ -এর রাজশাহী প্রতিনিধি ও দৈনিক সানশাইন -এর বার্তা সম্পাদক মামুন-অর-রশিদ, রেজিস্টার ড. মহিউদ্দিন ও আমেরিকান কর্নারের কো-অর্ডিনেটর ফাহমিদা আক্তার। বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ-এর ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়। বিভাগের শিক্ষক ও বিভিন্ন সেমেস্টারের শিক্ষার্থীরা সেমিনারে অংশ নেন। পুরো অনুষ্ঠানসঞ্চালনা করেন বিভাগের প্রভাষক জোবায়দাশিরিন জ্যোতি।