গত ১৪ই মে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তালাইমারী ভবনে অবস্থিত আমেরিকান কর্নার রাজশাহীতে নারীর ক্ষমতায়ন বিষয়ক এক উন্মুক্ত সেমিনারের আয়োজন করা হয়। উন্মুক্ত এ সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ওসমান গনি তালুকদার। আমেরিকান কর্নার রাজশাহীর কো-অর্ডিনেটর ফাহমিদার সঞ্চালনায় প্রধান আলোচকের ভুমিকায় ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, এসিডি’র নির্বাহী পরিচালক সালিমা সারওয়ার, রাজশাহী উইমেন চেম্বার্স অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মাহবুবা কানিজ কেয়া। সে সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সেক্রেটারি জেনারেল জনাব একেএম কামরুজ্জামান খান, উপ-উপাচার্য প্রফেসর ড. রাশেদুল হক, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান বলেন, ‘জ্ঞানের শক্তি সবচেয়ে বড় শক্তি। আর সে শক্তির বলেই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রায় অর্ধেক পুরুষ ও অর্ধেক নারী শিক্ষকতায় নিযুক্ত আছে। আমাদের মানসিক ভাবে আরো উনড়বত হতে হবে। যার শুরুটা পরিবার থেকেই সম্ভব।’ ড. মাহবুবা কানিজ কেয়া বলেন, ‘কনফিডেন্স লেভেল বাড়লে মেয়েদের ক্ষমতায়ন বাড়বে। সামাজিকভাবে নারীকে মানুষ হিসেবে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে হবে। সালিমা সারওয়ার তার আলোচনায় বিভিনড়ব ক্ষেত্রে নারীর অবদান ও অর্জনগুলো তুলে ধরেন।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক জনাব মো. শামীম আহসান পারভেজের সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে এ সেমিনারের পরিসমাপ্তি ঘটে।