বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের ইফতার ও দোয়া

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগের ইফতার ও দোয়া

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের দোয়া ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। বিভাগের ইনফোস্মিথ ল্যাবের ‘প্রোগ-স্মিথ’ গ্রুপের ব্যবস্থাপনায় নগরীর একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের কো-অর্ডিনেটর মো.মশিহুর রহমানসহ উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. ওসমানগনি তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. রাশিদুল হক, বিভাগের প্রভাষক ছালমা জান্নাত ঊর্মি, জোবায়দা শিরিন জ্যোতি ও মঈনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ এবং মাহাবুবুর রহমান রাসেল।
বিভাগের সব সেমেস্টারের শিক্ষার্থীর অংশগ্রহণে ইফতারের আগে দোয়া পরিচালনা করেন বিভাগের শিক্ষার্থী মোল্লা আতিকুল ইসলাম।