বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘বেতার সাংবাদিকতায় ক্যারিয়ার: বাস্তবতা ও প্রস্তুতি’ শিরোনামে ‘জেসিএমএস ডায়ালগ-২’ অনুষ্ঠিত হয়েছে। জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে মঙ্গলবার বিকেলে কাজলা ভবনে এ আয়োজন করা হয়।
আলোচনায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সম্প্রচার সাংবাদিক মোস্তাফিজুর রহমান গনি। কর্মজীবনের অভিজ্ঞতার পাশাপাশি তাঁর আলোচনায় বেতার সাংবাদিকতার প্রস্তুতি ও চ্যালেঞ্জ শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। আলোচনা চলাকালে রাজশাহী বিশ্বিবদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াজীম পলাশ বেতার সাংবাদিকতায় রাজশাহী অঞ্চলে কাজ করার অভিজ্ঞতা ব্যক্ত করেন। এসময় বিভাগের শিক্ষার্থীরা তাদের আগ্রহ ও প্রত্যাশা নিয়ে অতিথিদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন। বিভাগের কো-অর্ডিনেটর মশিহুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. রাশিদুল হক, বিভাগের প্রভাষক ছালমা জান্নাত ঊর্মি, জোবায়দা শিরিন জ্যোতি, মঈনুল ইসলাম রাকীব। বিভাগের শিক্ষার্থীদের মাঝে বাস্তব অভিজ্ঞতা উপস্থাপন করার পাশাপাশি বিভাগের শিক্ষক ও অতিথিরা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় বিভাগের সব সেমেস্টারের শিক্ষার্থীরা আলোচনায় অংশগ্রহণ করেন। সাংবাদিকতায় ক্যারিয়ার তৈরিতে শিক্ষার্থীদের প্রায়োগিক জ্ঞানকে সমৃদ্ধ করতে জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এ ধরনের ডায়ালগের আয়োজন করে থাকে। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদেরকে আমন্ত্রন জানিয়ে আনা হয়।