বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের উদ্যোগে চাকুরীমেলা ও প্রজেক্ট প্রদর্শন -২০১৯ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের উদ্যোগে চাকুরীমেলা ও প্রজেক্ট প্রদর্শন -২০১৯ অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং অ্যানেক্স ভবন প্রাঙ্গনে জব ফেয়ার অ্যান্ড প্রজেক্ট সোকেসিং-২০১৯ শীর্ষক চাকুরী মেলা এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ছাত্রছাত্রীদের প্রজেক্ট প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে ।

 

উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওসমান গনি তালুকদারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যলয়ের ট্রেজারার ও অর্থনীতি বিভাগের সভাপতি প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. আল মামুনসহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

 

এ চাকুরী মেলায় ৯ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের প্রস্তুতকৃত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনীর পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক আলোচনা, আইডিয়া প্রেজেন্টেশনের ব্যবস্থা রাখা হয়। উপস্থিত দর্শকবৃন্দ ঘুরে ঘুরে মেলার স্টল পরিদর্শন করেন। পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।