গত ১৯ জুলাই ২০১৯, নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আন্তঃ বিশ্ববিদ্যালয় গার্লস প্রোগ্রামিং কনটেস্ট এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এর সিএসই বিভাগের একটি টিম VU_Drizzle নামে অংশগ্রহণ করে। টিম VU_Drizzle ৪টা প্রব্লেম সল্ভ করে ১৯তম স্থান অর্জন করে। টিম মেম্বার’রা হলেন ১১তম সেমিস্টারের Samira Tareque, ৭তম সেমিস্টারের Fariha mamud এবং Afrida Mamud। উক্ত ইভেন্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৭৮টি টিম অংশ গ্রহণ করে। উক্ত ইভেন্টে অংশগ্রহণ করে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষৎতে আরও ভাল করার প্রত্যয় ব্যাক্ত করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ।