Technocracy-2019, RUET ইভেন্টে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্জন

Technocracy-2019, RUET ইভেন্টে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্জন

গত ০৫ জুলাই, ২০১৯-এ অনুষ্ঠিত Technocracy-2019, RUET ইভেন্টে  আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং কন্টেস্টে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের টি টিম VU_Unexpected, VU_Runtime_Terror, VU_Warrior  অংশগ্রহণ করে যথাক্রমে ৪৪তম, ৪৯তম এবং ৬৯তম স্থান দখলের মাধ্যমে সিন্যাপ্স (http://synapse0.com) ইউনিভার্সিটি রেঙ্কিং-এ উল্লেখযোগ্য পয়েন্ট অর্জন করে। ইভেন্টে অংশগ্রহণকারী সকল সিএসই বিভাগের ছাত্রছাত্রী তাদের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে আরও ভাল করে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও ছড়িয়ে দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন। উল্লেখ্য যে, এই কন্টেস্টে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৯৬টি টিম অংশগ্রহণ করেছে ।