গত ১ আগস্ট দিনব্যাপী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ইঞ্জিনিয়ারিং অ্যানেক্স ভবন প্রাঙ্গনে Technofrenzy 2019–A National Tech Event অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপদেষ্টা এবং উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. মো. নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যলয়ের উপাচার্য প্রফেসর ড. ওসমান গনি তালুকদার, রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দীন, রুয়েটের ইইই বিভাগের প্রধান প্রফেসর ড. অজয় কৃষ্ণ সরকার, রুয়েটের সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. বশির আহমেদ, Waziup & Wazihub প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জনাব ড. ইঞ্জিনিয়ার আব্দুর রহিম, Digital Services Solutions, LM Ericsson BD Ltd প্রতিষ্ঠানের শ্রীলংকা, মালদ্বীপ অংশের ইনচার্জ ইঞ্জিনিয়ার ফাহমিদ ইসলামসহ বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
ইইই বিভাগের এ আয়োজনের বিভিন্ন ভাগের অংশ হিসেবে কেক কেটে উদ্বোধন করা হয় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওঊঊঊ ব্রাঞ্চ IEEE ব্রাঞ্চ (IEEE VU SB)| এছাড়া বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইইই ও সিএসই বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট ও বাংলাদেশ আর্মি ইউনিভাসিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনলিজি এর ৫০ জন প্রাতিযোগী প্রজেক্ট প্রদর্শনীতে অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীদের প্রস্তুতকৃত বিভিন্ন প্রজেক্ট প্রদর্শনীর পাশাপাশি ক্যারিয়ার বিষয়ক আলোচনা, আইডিয়া কনটেস্টের ব্যবস্থা রাখা হয়।
বিজয়ীদের পুরস্কার প্রদানের মধ্যে দিয়ে এ অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।