গত ২৮ আগস্ট ২০১৯ সকাল ১০:০০টায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ভবনের বোর্ড রুমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও রূপান্তরের মধ্যে ইয়্যুথ স্যোসাল লিডারশিপ ট্রেনিং শীর্ষক এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ চুক্তি অনুসারে বেসরকারি সংস্থা রূপান্তর নিউইয়োর্ক বিশ্ববিদ্যালয় ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনওআরসি’র সহযোগিতায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের স্যোসাল লিডারশিপ এর উপর ট্রেনিং দেবে।
এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মহিউদ্দিন ও নির্বাহী পরিচালক মো. শামীম আহসান পারভেজ এবং বেসরকারি সংস্থা রূপান্তর এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এবং তার সহযোগী।
এ সময় উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, বরেন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওসমান গনি তালুকদার এবং ক্যারিয়ার সেন্টারের কো-অর্ডিনেটর প্রফেসর ড. কামরুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।