CSE Summer 2023 Bi-Semester re-ad,Drop, retake-Improv-Registration, Payment Dates & Free Studentship

CSE Summer 2023 Bi-Semester re-ad,Drop, retake-Improv-Registration, Payment Dates & Free Studentship
#Notice_Bi_Semester (2nd to 11th semester Class Start Date, Payment Dates, Registration Date (For retake, improvement, semester drop students, credit transfer students), Free studentship application deadlines and instructions. সামার ২০২৩ re-admission, সেমিস্টার ড্রপ রেজিস্ট্রেশন, রিটেক ইমপ্রভমেন্ট রেজিস্ট্রেশন,পেমেন্ট স্লিপ সংগ্রহ ও জমা দানের ডেডলাইন, ফ্রি স্টুডেন্টশিপ (দরিদ্র মেধাবী ছাড়) সংক্রান্ত নোটিশ। * সামার ২০২৩ সেশনের পে স্লিপ সংগ্রহের তারিখ কিস্তি সমূহের টিউশন ফি জরিমানা ব্যতীত জমাদানের শেষ সময় ভালো করে লক্ষ্য করবেন। * সামার ২০২৩-এ রিটেক/ইমপ্রুভমেন্ট/ক্রেডিট ট্রান্সফার স্টুডেন্টদের ক্ষেত্রে Incomplete রেগুলার ক্রেডিট রেজিস্ট্রেশন এর জন্য অবশ্যই নোটিশে নির্ধারিত ডেডলাইনের মধ্যে প্রোগ্রাম অফিস থেকে ফর্ম সংগ্রহ বা নিম্নের লিংক থেকে রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে যথাযথভাবে পূরনের পর প্রোগ্রাম অফিসে সশরীরে এসে জমা দিবেন। (রেগুলার ক্রেডিট এর পাশাপাশি সর্বোচ্চ ১২ ক্রেডিট রিটেক/ইমপ্রুভমেন্ট হিসেবে নেয়া যায়) Retake/Improvement Form Download Link: https://drive.google.com/file/d/1qnfi4tODs1L-Qr3ptBRWocFRHwBM3Dp5/view?usp=sharing * re-admission অথবা সেমিস্টার ড্রপ এর স্টুডেন্ট যারা সামার ২০২৩ সেশন থেকে পুনরায় পড়াশোনা শুরু করতে চায় তাদেরকে নোটিশে নির্ধারিত ডেডলাইনের মধ্যে অবশ্যই প্রোগ্রাম অফিসে এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নোটিশে উল্লেখিত ডেডলাইন এর মধ্যেই অবশ্যই রেজিস্ট্রেশন ও ফ্রি স্টুডেন্টশিপ এর আবেদন সম্পন্ন করতে হবে। #বিশেষ_দ্রষ্টব্য: যারা এখনো স্প্রিং ২০২৩ এর টিউশন ফি জমা দিতে পারেনি, তারা অবশ্যই দ্রুত টিউশন ফি পরিশোধ করে প্রোগ্রাম অফিসে রেজিস্ট্রেশন এর জন্য আসতে হবে অন্যথায় তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে না। #ফ্রি_স্টুডেন্টশিপ নতুন আবেদনের সময় অবশ্যই প্রত্যেক আবেদনকারী ছাত্র-ছাত্রীকে অভিভাবকের (১) আয়ের সনদ বা প্রমাণপত্র বা প্রত্যয়ন পত্র (চাকুরীরত হলে চাকুরীরত প্রতিষ্ঠান থেকে অন্যথায় ভিন্ন পেশা হলে নিজ এলাকার জনপ্রতিনিধির কাছ থেকে) এবং (২) নিজ এলাকার জনপ্রতিনিধির কাছ থেকে (ইউনিয়ন চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভা/ সিটি কর্পোরেশন মেয়র/উপজেলা চেয়ারম্যান) কাছ থেকে সুপারিশ সহ প্রত্যয়ন পত্র অনলাইনে আবেদনের সময় নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে (পরিষ্কার ছবি/স্ক্যান কপি) #অন্যথায়_আবেদনটি_বিবেচনা_করা_হবে_না। ক্লাস রুটিন ১৫ জুলাই ২০২৩ সন্ধ্যার থেকে পাওয়া যাবে। বরেন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে (রাজশাহী বাইপাস, চন্দ্রিমা, খড়খড়ি বাজারের পশ্চিমে) সকল ক্লাস অনুষ্ঠিত হবে এবং অফিস পরিচালিত হবে।