সামার ২০২৪ re-admission, সেমিস্টার ড্রপ রেজিস্ট্রেশন, রিটেক ইমপ্রভমেন্ট রেজিস্ট্রেশন,পেমেন্ট স্লিপ সংগ্রহ ও জমা দানের ডেডলাইন সংক্রান্ত নোটিশ।
* সামার ২০২৪ সেশনের পে স্লিপ সংগ্রহের তারিখ কিস্তি সমূহের টিউশন ফি জরিমানা ব্যতীত জমাদানের শেষ সময় ভালো করে লক্ষ্য করবেন।
* সামার ২০২4-এ রিটেক/ইমপ্রুভমেন্ট/ক্রেডিট ট্রান্সফার স্টুডেন্টদের ক্ষেত্রে Incomplete রেগুলার ক্রেডিট রেজিস্ট্রেশন এর জন্য অবশ্যই নোটিশে নির্ধারিত ডেডলাইনের মধ্যে প্রোগ্রাম অফিস থেকে ১১ জুলাই ২০২৪ হতে ফর্ম সংগ্রহ করে যথাযথভাবে পূরনের পর প্রোগ্রাম অফিসে সশরীরে এসে জমা দিবেন। রেগুলার ক্রেডিট এর পাশাপাশি সর্বোচ্চ ১৮ ক্রেডিট রিটেক/ইমপ্রুভমেন্ট হিসেবে নেয়া যাবে। ল্যাব কোর্সে ইমপ্রুভমেন্ট নেয়া যাবেনা।
* re-admission অথবা সেমিস্টার ড্রপ এর স্টুডেন্ট যারা সামার ২০২৪ সেশন থেকে পুনরায় পড়াশোনা শুরু করতে চায় তাদেরকে নোটিশে নির্ধারিত ডেডলাইনের মধ্যে অবশ্যই প্রোগ্রাম অফিসে এসে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। নোটিশে উল্লেখিত ডেডলাইন এর মধ্যেই অবশ্যই রেজিস্ট্রেশন ও ফ্রি স্টুডেন্টশিপ এর আবেদন সম্পন্ন করতে হবে।
#বিশেষ_দ্রষ্টব্য: যারা এখনো স্প্রিং ২০২৪ এর টিউশন ফি জমা দিতে পারেনি, তারা অবশ্যই দ্রুত টিউশন ফি পরিশোধ করে প্রোগ্রাম অফিসে রেজিস্ট্রেশন এর জন্য আসতে হবে অন্যথায় তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হবে না।