বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩য় একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে গতকাল ১৪ মে রোজ শনিবার বিকাল ৩.০০টায় ৩য় একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব মোঃ শামীম আহসান পারভেজ এর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, ব্যবসায় প্রশাসন ও আইন অনুষদের ডীন প্রফেসর ড. শেখ শামসুল আরেফিন, কলা ও সামাজিক অনুষদের ডীন প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ইংরেজি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর মোঃ শহীদুর রহমান, আইন ও মানবাধিকার বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. শামীম আহমদ, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের কো-অর্ডিনেটর মুহাম্মদ সাজ্জাদুর রহিম, ফার্মেসী বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. আশিক মোসাদ্দিক, পাবলিক হেল্থ বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ডা. মোঃ জাওয়াদুল হক, জার্নালিজম, কমিউনিকেমন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মোঃ মশিহুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ড. অরুণ কুমার বশাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রফেসর এস এ হায়দার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর সনজীব কুমার সাহা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আবু বকর মোঃ ইসমাইল।
সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওসমান গনি তালুকদার। উক্ত সভায় শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।