Press Release: Human chain to protest terrorism

Press Release: Human chain to protest terrorism

প্রেস বিজ্ঞপ্তি

তারিখ: ০১ আগস্ট ২০১৬

Human Chain to Protest Terrorism
“জঙ্গীবাদ ঠেকাও, দেশকে বাঁচাও”


“জঙ্গীবাদ ঠেকাও, দেশকে বাঁচাও” এই অঙ্গীকারকে সামনে রেখে দেশের সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ও ১লা আগষ্ট, ২০১৬  (সোমবার) সকাল ১১.০০ টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত বিদ্যালয়ের কাজলা ভবনের সামনে  মানববন্ধন অনুষ্ঠানের আয়োজন করে।

উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান, উপ-উপাচার্য প্রফেসর ড. নূরুল হোসেন চৌধুরী, রেজিস্ট্রার মো: শামীম আহসান পারভেজ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তারিক সাইফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. শেখ শামসুল আরেফিন এবং প্রক্টর মোঃ আকরাম হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী।


বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে “সুস্থ চিন্তা সুন্দর সহাবস্থান”, “জাগো তারুণ্য পুণর্বার, দূর হোক অন্ধকার”, “দূর হোক অন্ধকার, দূর হোক সংকীর্ণতার ক্লেশ, আলোই উদ্ভাসিত হোক আমাদের এই বাংলাদেশ” এবং “দেশকে ভালবাসুন সন্ত্রাস প্রতিরোধ করুন” ইত্যাদি  স্লোগানে মানব বন্ধনে অংশ গ্রহণ করে।


উক্ত জঙ্গী বিরোধী মানববন্ধনে উপদেষ্টা প্রফেসর ড. এম. সাইদুর রহমান খান বলেন, “বাংলাদেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে ঠিক তখনই মানবতা বিরোধী একটি গোষ্ঠী বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টি তথা বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য জঙ্গী হামলা করে নিরীহ মানুষকে হত্যা করছে। বাংলাদেশে জঙ্গীদের ঠাঁই নেই। ”