দুঃখ প্রকাশ

দুঃখ প্রকাশ

অনেক ব্যস্ততার মধ্যেও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে অংশগ্রহণ করায় সকল গ্রাজুয়েটকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া এই আয়োজন সফলভাবে সম্পন্ন করা সম্ভব ছিল না। সমাবর্তন অনুষ্ঠানে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে যা আমাদের নিয়ন্ত্রনের বাইরে ছিল। বিশেষ করে সমাবর্তন চলাকালীন সময়ে এসি বিকল হওয়ার জন্য উপস্থিত সবাইকে অত্যন্ত গরমের মধ্যে অনেক কষ্ট করে সময় অতিবাহিত করতে হয়েছে। এই কারণে আমি ব্যক্তিগতভাবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রথম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত সকল গ্রাজুয়েটের নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং অভিভাবকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দের নিকট ক্ষমাপ্রার্থী।
 

প্রফেসর ড. এম. ওসমান গণি তালুকদার
উপাচার্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।