বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের 'ইনডোর গেমস ২০২৩' অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের 'ইনডোর গেমস ২০২৩' অনুষ্ঠিত

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে দুই দিনব্যাপী 'ইনডোর গেমস ২০২৩' অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ও ২৬ নভেম্বর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কাজলা ক্যাম্পাসে ইনডোর গেমস অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও বিনোদনের অংশ হিসেবে অর্থনীতি বিভাগ নিয়মিত ইনডোর গেমসের আয়োজন করে থাকে। আন্ত:বিভাগীয় প্রতিযোগিতায় এবার শিক্ষার্থীদের জন্য ক্যারাম, দাবা, লুডু, কার্ড, ডার্ট, উনো এবং পিকসোনারি খেলার আয়োজন করা হয়।

অত্যন্ত আনন্দঘন পরিবেশে গত শনিবার (২৫ নভেম্বর) কাজলা ক্যাম্পাস প্রাঙ্গণে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো.ইলিয়াছ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন 'ইনডোর গেমস ২০২৩' এর আহ্বায়ক প্রভাষক মো.আব্দুস সোবহান, সহকারি অধ্যাপক মো. রাকিবুল ইসলামসহ বিভাগের সকল শিক্ষকমন্ডলী ও বিভাগের সকল সেমিস্টারের শিক্ষার্থীরা।

ইনডোর গেমস-২০২৩ প্রতিযোগিতায় দাবায় বিজয়ী হয়েছেন শিহাব শারার রাদ এবং রানার আপ সাফায়েত হোসেন। ডার্ট প্রতিযোগীতায় বিজয়ী রুবায়া ইয়াসমিন তাজরী এবং রানার আপ ময়ূরী খাতুন। লুডু প্রতিযোগিতায় বিজয়ী নাজিরা জাফরিন এবং রানার আপ হয়েছেন ইমা আফরিন প্রেমা। কার্ড খেলায় বিজয়ী হাসিন রামিম এবং রানার আপ নব কুমার। উনো প্রতিযোগিতায় বিজয়ী সাবরিনা বিনতে খুশী এবং রানার আপ সুমাইয়া আক্তার। ক্যারাম দ্বৈততে বিজয়ী নাইমুর ও ইয়ামিন এবং রানার আপ হয়েছেন সবুজ ও বাঁধন। এছাড়া পিকশনারী প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন এডাম স্মিথ সিংগিং স্টার দল।

ইনডোর গেমসের পরিবেশকে আরো উৎসবমূখর করে তুলতে আন্ত:বিভাগীয় বিভিন্ন খেলা শেষে অর্থনীতি বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে একটি নৈশভোজের আয়োজন করা হয়। বিভাগের কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো.ইলিয়াছ হোসেন রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় দু দিনব্যাপী চলা আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।