বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৩তম ব্যাচের বিদায় অনুষ্ঠান গত ০৪ ডিসেম্বর, ২০২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের সিনেট হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
দুটি পর্বে বিভক্ত অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল গোফফার খান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইইই বিভাগের সকল শিক্ষক, বিদায়ী ব্যাচ এবং অন্যান্য ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
শুরুতেই পবিত্র কুরআন এবং গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার আসিফ ইকবাল।
শিক্ষার্থীদের মধ্যে বিদায়ী ব্যাচের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন ২৯তম ব্যাচের শিক্ষার্থী নাফিউর রহমান এবং বিদায়ী ব্যাচের মো. জুবায়ের মাহমুদ নিজের অনুভূতি প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাদের ভবিষ্যত জীবন এবং পেশাগত ক্যারিয়ার গঠন বিষয়ে আলোচনা করেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক রিজওয়ানা সুলতানা, ড. মল্লিকা মিত্র এবং সেন্টার ফর ইন্টার ডিসিপ্লিনারি রিসার্চের সহকারী অধ্যাপক ড. সুলতানা রাজিয়া ।
এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুল গোফফার খান তার বক্তব্যের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পেশাগত জীবনে নিজেদের শিক্ষা ও দক্ষতাকে কাজ লাগিয়ে সফল মানুষ হওয়ার জন্য দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন৷
বক্তব্য শেষে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। পরে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়্জেন করা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে উৎসবমুখর করে তোলে।